বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্ষতিপূরণ চেয়ে জাপানি সেই নারীর কাছে লিগ্যাল নোটিস

নিজস্ব প্রতিবেদক

সন্তানকে অপহরণের অভিযোগ এনে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দুই শিশুর মা জাপানি নারী নাকানো এরিকোকে আইনি নোটিস পাঠিয়েছেন তার বাংলাদেশি স্বামী ইমরান শরীফ। মানহানিকর বক্তব্য দেওয়ায় জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়েছে নাকানোকে। ক্ষমা না চাইলে তার নামে মামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে নোটিসে। ইমরান শরীফের পক্ষে তার আইনজীবী ফাওজিয়া করিম গতকাল নাকানো এরিকোর গুলশানের ঠিকানায় এ নোটিস পাঠান। নোটিসে বলা হয়, নাকানো এরিকো মিথ্যা তথ্য দিয়ে ইমরান শরীফের মানহানি করছেন। বাংলাদেশে এসে নাকানো বিভিন্নভাবে শিশু দুটির বাবাকে হয়রানি ও মানহানি করেছেন। তারা বলছে, শিশু দুটিকে নাকি বাবা জাপান থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন। কানাডিয়ান স্কুলে চিঠি দিয়ে বলা হয়েছে, বাবা নাকি শিশু দুটিকে অপহরণ করেছেন। যাতে শিশু দুটির স্কুলের ভর্তি বাতিল হয়।

নাকানো এরিকোকে চোখ বেঁধে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, যাকে সম্পূর্ণ মিথ্যা বলে নোটিসে তুলে ধরা হয়। নোটিসে আরও বলা হয়, সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের ৫ কোটি টাকা না দিলে এবং প্রকাশ্য ক্ষমা না চাইলে নাকানো এরিকোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর