বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
করোনাভাইরাস

স্বস্তি ফিরছে সিলেট-বরিশালে

সিলেটে শনাক্তের হার ৫ শতাংশের নিচে বরিশালে ২৪ ঘণ্টায় দুই মৃত্যু

প্রতিদিন ডেস্ক

স্বস্তি ফিরছে সিলেট-বরিশালে

বিভীষিকাময় তিন মাস কাটানোর পর সিলেটে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।

সিলেট : নিজস্ব প্রতিবেদক জানান, সংক্রমণ কমায় সিলেটে কমেছে নমুনা পরীক্ষা। একই সঙ্গে কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জুন মাস থেকে সিলেট বিভাগে করোনা সংক্রমণ বাড়তে থাকে। জুলাই ও আগস্ট মাসে তা ভয়াবহ রূপ নেয়। তখন শনাক্তের হার ৬০ শতাংশের ওপরেও ওঠেছিল। ওই সময় হাসপাতালের সিট ও আইসিইউর জন্য হাহাকার দেখা দেয়।

বরিশাল : নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৩৭ জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের সবশেষ রিপোর্টে ৮.৯৫ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪১ জন। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন পাঁচজন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে দুইজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে দুজনের। তাদের একজনের করোনা পজিটিভ এবং অপরজনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৭ জন। যা গত মধ্য মের পর থেকে সর্বনিম্ন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর