বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দুবাই থেকে আনা সাত কেজি সোনা ভারতে পাচারকালে জব্দ

নিজস্ব প্রতিবেদক

দুবাই থেকে অবৈধভাবে আনা পৌনে সাত কেজি সোনা ভারতে পাচারের সময় জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহাগ পরিবহনের বাসচালকসহ তিন স্টাফকে আটক করা হয়েছে। তারা হলেন- গাড়িচালক শাহাদাৎ হোসেন, চালকের সহকারী ইব্রাহিম ও সুপারভাইজার তাইকুল ইসলাম। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুবাই থেকে বিমানে দেশে আনা হয় আনুমানিক সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৫৮টি সোনার বার। পরে সেগুলো সোহাগ পরিবহনের একটি বাসে সীমান্ত এলাকায় পাঠানো হচ্ছিল। উদ্দেশ্য ছিল ভারতে পাচার করা। সোনার চালানটির মালিকদের খুঁজতে তদন্ত চলছে।  ড. মো. আবদুর রউফ জানান, মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে থামানোর পর সোহাগ পরিবহনের বাসটিতে তল্লাশি শুরু করা হয়। দীর্ঘ সময় তল্লাশির পর প্রায় ৬ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৫৮টি সোনার বার চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এই সোনা চোরাচালানে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোনার বারগুলো দীর্ঘদিন ধরে মজুদ করা হচ্ছিল। উদ্ধার সোনার মধ্যে আট কোম্পানির বার রয়েছে। আমাদের দেশে আসা বেশির ভাগ সোনা পাশের দেশে পাচার হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর