শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নেপালকে বাংলাদেশের আলু আমদানির অনুরোধ

এফবিসিসিআই’র সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

হিমালয়ের দেশ নেপালকে বাংলাদেশি আলু আমদানি করতে অনুরোধ জানিয়েছে  এফবিসিসিআই। সংগঠনটি বলেছে, বাংলাদেশে চাহিদার চেয়ে বেশি আলু উৎপাদন হয়। তুলনামূলক কম দামে বাংলাদেশ থেকে আলু আমদানি করতে পারে নেপাল।

গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে সৌজন্য সাক্ষাৎ করতে আসা ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বানশিধর মিশ্রকে এ কথা জানিয়েছেন এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। বক্তব্য দেন এফবিসিসিআই সহসভাপতি এম এ মোমেন ও মো. আমিন হেলালী। নেপালের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশিদের নেপাল ভ্রমণে মাল্টিপল ভিসার নানান জটিলতা আগামীতে কমে আসবে। বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল বা বিবিআইএন মটর ভেহিকেল চুক্তি হলে, এসব জটিলতা কমবে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কলকাতা বন্দর ব্যবহারে নানা জটিলতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বন্দর ব্যবহার করতে আগ্রহী নেপাল। গঙ্গার পানি চুক্তি আলোচনায় নেপালকে রাখার আহ্‌বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, শুষ্ক মৌসুমে এই নদীর দুই-তৃতীয়াংশ পানি নেপাল থেকে আসে। তিনি আরও বলেন, সাংস্কৃতিক মিল এবং অসাধারণ কূটনৈতিক সম্পর্ক থাকার পরেও দ্বিপক্ষীয় বাণিজ্যে তার প্রতিফলন না থাকাটা দুঃখজনক। জটিল শর্তের কারণে নেপাল-বাংলাদেশের পণ্য বাণিজ্য ব্যাহত হচ্ছে। তিনি জানান, জলবিদ্যুৎ ও পণ্য বাণিজ্যে দুদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। জলবিদ্যুৎ খাতে ব্রাজিলের পর, নেপাল বিশ্বের ২য় শীর্ষ সম্ভাবনাময় দেশ। এখাতে বাংলাদেশিদের বিনিয়োগের আহ্‌বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর