শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ পাঁচ দফা দাবি ঐক্যমোর্চার

নিজস্ব প্রতিবেদক

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর ঐক্যমোর্চা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির প্রধান সমন্বয়ক রানা দাশগুপ্ত এসব দাবি জানান। ঐক্যমোর্চার অন্যান্য দাবিগুলো হচ্ছে- অবিলম্বে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন; অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন; পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং সমতলের সংখ্যালঘু জাতিসত্তাগুলোর ভূমি রক্ষায় স্বতন্ত্র ভূমি কমিশন গঠন করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর