রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
পুঠিয়ার মানুষের প্রশ্ন

চেয়ারম্যান কীভাবে হলেন পরিষদের গাছের মালিক?

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরের কেটে রাখা গাছের গুঁড়িগুলো আগেই নিয়ে গেছেন চেয়ারম্যান। দাঁড়িয়ে ছিল যেসব গাছ এক সপ্তাহ ধরে কেটে সেগুলোও নিয়ে গেছেন তিনি। তা বাড়ির আসবাব বানানোর জন্য ওগুলো রাখা হয়েছে করাতকলে। এদিকে মানুষ প্রশ্ন করছে : উপজেলা চত্বরের গাছের মালিক সরকার। চেয়ারম্যান কীভাবে এসব গাছের মালিক হন! মালিক হওয়ার অধিকার পেলেন কোন আইনে? অভিযোগ সম্পর্কে জানতে পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চুর দুটি মোবাইল ফোনে কল করা হলেও সাড়া দেননি। মেসেজ পাঠানো হলেও উত্তর দেননি তিনি। গাছগুলো ৩৫ বছর আগে উপজেলা পরিষদ চত্বরে লাগানো হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, উপজেলা পরিষদের ভিতরে বিভিন্ন সময় ঝড়ে ভেঙে যাওয়া, ভবন নির্মাণের স্বার্থে কেটে রাখা গাছের গুঁড়ি নিজ বাড়িতে নিয়ে গেছেন চেয়ারম্যান। সে গুঁড়িগুলো পুঠিয়ার মালেক মাস্টারের স-মিলে নিয়ে চিড়াই করে বাড়ির আসবাবপত্র তৈরি করা হচ্ছে। কয়েকদিন আগে রাতে গাছগুলো বের করে নিয়ে যাওয়ার সময় কৃষি অফিসের নৈশপ্রহরী দেখে ফেলেন। এর পরই বিষয়টি জানাজানি হয়।

বন বিভাগের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি মাত্র ১৩ দিন আগে যোগদান করেছি। তবে খোঁজ নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর