রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
অভিযুক্ত অধ্যক্ষের জবাব

ক্লাসরুম নয়, স্টোররুম পরিদর্শন করে অপরিষ্কার পান শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন গত রবিবার শ্রেণিকক্ষ অপরিষ্কার পেয়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রীর নির্দেশনা পেয়ে প্রতিষ্ঠান অপরিষ্কার রাখার দায়ে অসদাচরণের অভিযোগ এনে কারণ দর্শাতে নোটিস দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর। সম্প্রতি সেই নোটিসের জবাব দিয়েছেন অভিযুক্ত অধ্যক্ষ হাছিবুর রহমান। জবাবে অধ্যক্ষ বলেন, মন্ত্রী প্রথমে যে কক্ষটি পরিদর্শন করেন সেটি ছিল ‘স্টোররুম’। এই রুমে কোনো শ্রেণিকার্যক্রম চলে না। নির্মাণাধীন একটি ভবনের প্রয়োজনীয় ও পরিত্যক্ত মালামাল স্টোররুমে রাখা হয়েছে। এ রুমটি সব সময় বন্ধ থাকে। প্রতিষ্ঠানের অফিস সহায়কের অসুস্থ স্ত্রী সেদিন সবার অজান্তে রুমটিতে ছিলেন। মন্ত্রীর আগমনের খবরে তিনি রুমের দরজা খোলা রেখে চলে যান। এরপর স্টোররুমটি মন্ত্রীর দৃষ্টিগোচর হয়। মন্ত্রীর পরিদর্শনের সময় এই স্টোররুমের সংস্কার কাজও চলমান ছিল।

অধ্যক্ষ অধ্যাপক হাছিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রথমে মন্ত্রী শ্রেণিকক্ষে না ঢুকে স্টোররুমে ঢুকে পড়েছিলেন। রুমটি অপরিষ্কার দেখে তিনি উত্তেজিত হয়েছিলেন। কিন্তু এটি যে স্টোররুম ছিল সেটি মন্ত্রীকে বলতে পারিনি। মাউশির কর্মকর্তারাও কেউ বলেননি।’

হাছিবুর রহমান শোকজের জবাবে আরও বলেন, ‘আমি আগামী ৩০ সেপ্টেম্বর চাকরি থেকে অবসর গ্রহণ করব। দীর্ঘ কর্মজীবনে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। আমি কখনই সরকারি কর্মচারী বিধিমালার বিরুদ্ধে কোনো কর্মে লিপ্ত ছিলাম না। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে কোনো অসদাচরণ বা দায়িত্বে অবহেলা আমি করিনি। মন্ত্রী পরিদর্শনকালে প্রতিষ্ঠানের সব শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন ছিল।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর