সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
নিরাপত্তা প্রশ্নে নিষেধাজ্ঞা

পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি

পানিতে তলিয়ে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এমনটি হয়েছে। এ অবস্থায় গতকাল সকালে পর্যটকদের নিরাপত্তায় ঝুলন্ত সেতুর ওপর চলাচল বন্ধ করে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পানি না কমা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানা গেছে। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে রাঙামাটির পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতু। পর্যটকদের নিরাপত্তায় সেতুর ওপর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যতদিন সেতুর পাটাতন পানির নিচে থাকবে, ততদিন  নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতুটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তাই প্রায় প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক এ ঝুলন্ত সেতু দেখতে ভিড় জমান রাঙামাটিতে। ঝুলন্ত সেতুর কারণে পর্যটনের রাজস্ব খাতে আয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখন আবার পানির কারণে ঝুলন্ত সেতু বন্ধ রাখা হয়েছে। পর্যটকরা হতাশ না হওয়ার জন্য ঝুলন্ত সেতুর আশপাশে নৌযানের ব্যবস্থা রাখা হয়েছে। নৌকা, শাম্পান কিংবা স্পিড বোটে পারাপার করা যাবে ঝুলন্ত সেতুর সংযোগ পাহাড়ে। এ ব্যাপারে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের নৌযান ঘাটের ম্যানেজার মো. রমজান আলী জানান, সংযোগ সেতুর দুই পাহাড়ের জন্য আমাদের নৌযান প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর