বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় বিদ্রোহীদের চমক সমালোচনায় নেতারা

ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বিদ্রোহীদের চমক সমালোচনায় নেতারা

খুলনার পাইকগাছায় নৌকার প্রার্থীকে পরাজিত করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগেরই প্রভাবশালী এক নেতার নিকটাত্মীয়। অপরদিকে দিঘলিয়ায় ও বটিয়াঘাটায় আরও দুই শীর্ষ নেতার ছেলে ও ভাগ্নে নৌকা নিয়েও পরাজিত হয়েছেন। অভিযোগ রয়েছে, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন ও বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে শীর্ষ নেতাদের যোগসাজশে খুলনায় প্রথম ধাপে ইউপি নির্বাচনে ৩৪টি ইউনিয়নের মধ্যে ১২টি হাতছাড়া হয়েছে আওয়ামী লীগের। এর মধ্যে দিঘলিয়া উপজেলায় ছয়টি ইউনিয়নের মাত্র একটিতে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। বাকি চারটি গাজীরহাট, দিঘলিয়া সদর, যোগীপোল, সেনহাটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরে আড়ংঘাটা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। একইভাবে বটিয়াঘাটার তিনটি ইউনিয়নের মধ্যে বালিয়াডাঙ্গায় বিদ্রোহী প্রার্থী ও গঙ্গারামপুরে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী রুহুল আমিন বিশ্বাস বলেন, শীর্ষ দুই নেতার ভগ্নিপতি ও মামা নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। ওই প্রার্থীরা দলের কেউ নয় কিন্তু শীর্ষ নেতারা নেপথ্যে তার হয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন। একইভাবে কয়রার দক্ষিণ বেতকাশী ইউনিয়নে নৌকার পরাজিত প্রার্থী শামছুর রহমান তার পরাজয়ের পিছনে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে দলের নেতা-কর্মীর যোগসাজশকে দায়ী করেছেন। এদিকে তৃণমূলে এ নির্বাচনের ফলাফলে শীর্ষ নেতাদের গ্রহণযোগ্যতা ও মূল্যায়ন নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, দলের মনোনীত প্রার্থীদের পরাজয়ে সমালোচনা তৈরি হয়েছে। এ কারণে ফলাফলের সার্বিক মূল্যায়নে বর্ধিত সভা করা হতে পারে। জানা যায়, প্রথম ধাপে খুলনার ৩৪টি ইউনিয়নের মধ্যে দাকোপ লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগ মনোনীত আরও ২০ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আট ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী, চারটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হয়েছেন। তবে কয়রা সদর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট ছিনতাই হওয়ায় সেখানে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর