বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংকট নিরসনে বিকল্প জাতীয় সরকার

নিজস্ব প্রতিবেদক

সংকট নিরসনে বিকল্প জাতীয় সরকার

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশের বিদ্যমান সংকট নিরসনে একমাত্র বিকল্প হতে পারে জাতীয় সরকার গঠন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে যেভাবে ‘অসাংবিধানিক’ ও ‘অনৈতিক’ জালিয়াতি চক্রে আবদ্ধ করা হয়েছে তা জাতিকে ক্রমাগত গভীরভাবে সংকটগ্রস্ত করে ফেলেছে। আ স ম রব যুক্তরাষ্ট্র জেএসডির ভার্চুয়াল প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। গতকাল বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবরণীতে এই তথ্য জানানো হয়।

দিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন ?দলের যুক্তরাষ্ট্র শাখার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ চন্দ্র মজুমদার। সভা পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন আহমেদ শামীম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব।

আ স ম রব বলেন, রাষ্ট্রের সব ক্ষত সৃষ্টি করা হয়েছে, নির্বাচন ও গণতন্ত্রকে যেভাবে পাতানো খেলায় রূপান্তর করা হয়েছে। এ থেকে কোনো একক দল বা গোষ্ঠী রাষ্ট্রকে আর পুনরুদ্ধার করতে পারবে না। এখন রাষ্ট্রের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা। পুনরুজ্জীবিত শক্তিই জাতীয় সরকার গঠন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর