বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
ক্যাবের নাগরিক সভা

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন সরকার বারবার বৃদ্ধি করছে। এই আইন সম্পূর্ণ বাতিল করা এখন সময়ের দাবি। গতকাল কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান) আইনের মেয়াদ বৃদ্ধি, বিইআরসি আইন পরিবর্তন, ভাড়া বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং সুশাসন সংকট’ বিষয়ক এক অনলাইন নাগরিক সভায় এ দাবি জানানো হয়। সভায় ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন বারবার বৃদ্ধি করা কোনোভাবে কাম্য নয়। তিনি নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করার ওপর জোর দেন। অধিক মূল্যে সরকারের  রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।  গোলাম রহমান বলেন, ক্যাব গত কয়েকবছর ধরে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সরকারকে সরে আসার জন্য বলে আসছে। কিন্তু এত কিছুর পরও সরকার এসব বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বৃদ্ধি করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-তে সুশাসনের অভাব আছে। কারণ এই প্রতিষ্ঠানে যারা চেয়ারম্যান ও সদস্য হিসেবে কর্মরত তারা আগে বিদ্যুৎ-জ্বালানি খাত সংশ্লিষ্ট কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ফলে তারা ভোক্তাদের স্বার্থ খুব বেশি দেখেন না। তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ করার কাজটি শুধু ব্যবসায়িক নয় এর মধ্যে সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। এ জন্য সরকারকে এ খাতে ভর্তুকি দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর