বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শিশু তানিয়া ধর্ষণ-হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

২০০৫ সালে পটুয়াখালী জেলার দশমিনা থানার শিশু তানিয়াকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এ রায় দেয়। দুই আসামি হলেন, দশমিনার গাচিয়ানির খোরশেদ হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার ওরফে পাচু ওরফে সুমন ওরফে নুরুল আলম এবং আবু তাহের খলিফার ছেলে মো. মিরাজ খলিফা। তবে এই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর আসামি জাফর গাজী ইতিমধ্যে মৃত্যুবরণ করায় তার আপিল বাদ দেওয়া হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, এই তিন আসামি ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা দশমিনা থানার শিশু তানিয়াকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করে। মামলা তদন্তের সময় তিন অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। পরে বিচার শেষে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ২০০৬ সালের ২৭ এপ্রিল তিন আসামিকে মৃত্যুদন্ড দেন। নিয়ম অনুসারে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য নথি হাই কোর্টে পাঠানো হয়।

পাশাপাশি আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাই কোর্ট বিচারিক আদালতের মৃত্যুদন্ডাদেশ অনুমোদন করেন। পরে আসামিরা আপিল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর