বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
সিনহা হত্যা মামলা

আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

কক্সবাজার প্রতিনিধি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দিনব্যাপী এ দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এ নিয়ে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত। এর আগে ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিন দিন মামলার প্রথম দফায় ১ নম্বর সাক্ষী ও বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস ও ২ নম্বর সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একইভাবে ৫ থেকে ৮ সেপ্টেম্বর টানা চার দিনে দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। এ নিয়ে ১১ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হলো। গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত বছর ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৭ জুন আদালত ১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এতে সাক্ষী করা হয় ৮৩ জনকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর