শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে চড়ুই পাখির মিলনমেলা

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দিনাজপুরে চড়ুই পাখির মিলনমেলা

হাজারো চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত দিনাজপুর শহরের ব্যস্ততম নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা। এখানে বিভিন্ন গন্তব্যে যাওয়ার বাসে সারা দিন মানুষের ওঠানামার কোলাহল থাকলেও নিরাপদ ভেবে থাকছে কিংবা উড়ছে এসব চড়ুই পাখির ঝাঁক। এসব পাখির কিচিরমিচির শব্দ যেন সবার হৃদয় ছুঁয়ে যায়। তবে সকালে কিংবা সন্ধ্যায় জনসমাগম কমার সময় কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি করে এসব পাখির ঝাঁক। দিনাজপুর শহরের ব্যস্ততম নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় প্রবেশ করলেই চোখে পড়বে বকুল, আমসহ বিভিন্ন গাছ কিংবা বড় বড় সাইন বোর্ডের মাথায় শত শত চড়ুই পাখির ঝাঁক। এখানে গাছের পাতায় পাতায়, বিভিন্ন সাইন বোর্ডের ওপরে, সুউচ্চ টাওয়ারে কিংবা বিদ্যুতের তারে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখির সারি। দুটি বকুল ফুলের গাছ চড়ুই পা?খির কলকাকলিতে মুখরিত থাকে পড়ন্ত বিকালে। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি পাতায় পাতায় বাসা বেঁধেছে। এ যেন চড়ুই পাখির মিলন মেলা। তবে ভোর হতেই বেশির ভাগ পাখি চলে যায় আহারের সন্ধানে শহরের অন্যত্র কিংবা দূর-দূরান্তের কোনো এলাকায়। আবার বিকাল হলেই ঝাঁকে ঝাঁকে পাখি ফিরে আসে নীড়ে। আর তখনই পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে এ এলাকা। আর এ দৃশ্য মনোমুগ্ধ হয়ে দেখেন যাত্রী, এলাকার দোকানদার, ব্যবসায়ীসহ পাখিপ্রেমীরা। কিচিরমিচির শব্দ পাখিপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। এখানে কেউ পাখি শিকার বা পাখিকে ঢিল ছুঁড়তে পারে না।

সর্বশেষ খবর