শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খুলছে না

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খুলছে না

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিষয়টি করোনা মহামারীর কারণে নয়, সম্পূর্ণ রাজনৈতিক। এক ধরনের শঙ্কা বা আন্দোলনের ভয়ে সরকার বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছে। কখন কী হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে কোথা থেকে কোন আন্দোলনের টেউ ওঠে সে আশঙ্কায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট স্টুন্ডেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সদ্যপ্রয়াত নিশতাক আহমেদ রাখীর স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক মো. মোকাম্মেল কবীরের সঞ্চালনায় বিএনপির আবদুল খালেক, রমেশ দত্ত, আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের আবদুর রহিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান ফরহাদ, আনোয়ারুল ইসলাম আনু, রফিকুল ইসলাম মন্টু, মতিউর রহমান মতি, নুরুজ্জামান তপন প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর