মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ই-কমার্স প্রতারণা ঠেকাতে কারিগরি কমিটি

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতারণা ঠেকাতে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ দিতে একটি কারিগরি কমিটি করছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক হাফিজুর রহমানকে আহ্‌বায়ক করে ১৬ সদস্যবিশিষ্ট এই কমিটিতে তথ্য ও প্রযুক্তি, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্থানীয় সরকার প্রতিনিধি জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, প্রতিযোগিতা কমিশন, এটুআই, বেসিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন, পুলিশ, র‌্যাব, সাইবার ক্রাইম ইন্টেলিজেন্সের প্রতিনিধি রয়েছেন।

গঠিত কমিটি জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা, ২০২০ অনুযায়ী ই-কমার্স সংক্রান্ত যাবতীয় কর্মকান্ড অর্থাৎ ডিজিটাল কমার্সের মাধ্যমে অনুষ্ঠিত ব্যবসা-বাণিজ্য, লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ, প্রযুক্তিগত সমস্যা নিরসনে কাজ করবে। পাশাপাশি ই-কমার্স বিষয়ে সরকার যে নতুন আইন ও কর্তৃপক্ষ গঠনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়েও দুই মাসের মধ্যে একটি প্রতিবেদনসহ সুপারিশ দেবে।

সর্বশেষ খবর