শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ড. মোশাররফের ৭৬তম জন্মদিন আজ

কুমিল্লা প্রতিনিধি

ড. মোশাররফের ৭৬তম জন্মদিন আজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ৭৬তম জন্মদিন আজ। তিনি ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান, কলামিস্ট ও গবেষক। মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্বজনমত সৃষ্টির জন্য তিনি ’৭১ সালে বিলাত প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করেন এবং ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দেন।

’৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ড. মোশাররফ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি কুমিল্লা-২ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা ১১টি গ্রন্থ প্রকাশ হয়েছে। আরও তিনটি প্রকাশের অপেক্ষায়। তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক।

সর্বশেষ খবর