শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে গত বছর ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা সম্ভব হয়নি। সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে ব্যবস্থাপনা কমিটি। গতকাল গণমাধ্যমে পাঠানো প্রেস ক্লাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি শুরু হবে আগামী ৬ অক্টোবর বেলা ১১টায় প্রয়াত ক্লাব সদস্যদের স্মরণসভার মাধ্যমে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ৭ অক্টোবর-চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৮ ও ৯ অক্টোবর শিশু আনন্দমেলা, ১০ ও ১১ অক্টোবর দাবা প্রতিযোগিতা, ১২ অক্টোবর এয়ারগান প্রতিযোগিতা, ১৩ ও ১৪ অক্টোবর স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, ১৪ অক্টোবর বিকালে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ১৬ ও ১৭ অক্টোবর টেবিল টেনিস প্রতিযোগিতা। নৈশভোজ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।  ৬ অক্টোবরের মধ্যে শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতার ফরম ও কুপন সংগ্রহ করতে হবে। নৈশভোজের কার্ড সংগ্রহ করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে। ২০ অক্টোবর ভোরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ খবর