শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আন্দোলনে নেতা-কর্মীদের ঐক্য চাই : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে নেতা-কর্মীদের ঐক্য চাই : গয়েশ্বর

এক দফার আন্দোলনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন আসছে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এক দফা আন্দোলন, এই সরকারের পতনের আন্দোলন। এর বাইরে কোনো পথ খোলা নেই।  গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি শাহ আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা হারুনুর রশীদ, নিলোফার চৌধুরী মনি, খান রবিউল ইসলাম রবি, অ্যালবার্ট পি কস্টা প্রমুখ বক্তব্য দেন। গয়েশ্বর রায় বলেন, আজ কী পাব, কী খাব- এটা চিন্তা থেকে পরিত্যাগ করতে হবে। কোথায় আছি, কোথায় যাব, জানি না। কিন্তু পথ চলতে হবে, ঠিকানায় পৌঁছতে হবে। তাহলেই আমরা কিছু করতে পারব। আর যদি পদে পদে সার্টিফিকেট চাই, পদে পদে যদি স্বীকৃতি চাই, তাহলে আমি-আপনি কেউ কিছু করতে পারব না।

নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে  একটা দাবি তুলতে হবে- এক দফা। এই সরকারের পদত্যাগ চাই। কারণ তাদের অধীনে সুষ্ঠু ভোট হতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর