শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চরগুলোও উপশহরে পরিণত হচ্ছে : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরগুলোও উপশহরে পরিণত হচ্ছে : জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, অবহেলিত দুর্গম চরও আজ উপশহরে পরিণত হচ্ছে। চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে।  গতকাল ভোলার চরফ্যাশনে দুর্গম দ্বীপ ইউনিয়ন চর কুকরি মুকরি লঞ্চঘাট টু বাজার পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অতিরিক্ত সচিব ড. মো. রেজাউল হক। জ্যাকব বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কুকরি মুকরি এই দ্বীপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক সহযোগিতায় চরবাসীকে বন্যা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় বেড়িবাঁধ, স্লুইস গেট নির্মাণ, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়ন, আন্তর্জাতিক মানের রেস্ট হাউস, ইকোপার্ক, রাস্তাঘাটসহ চরের অবকাঠোমো উন্নয়নে সরকারের বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের মাধ্যমে কুকরি মুকরি ইউনিয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর