শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

বিএনপির প্রথম কর্মসূচি আজ

নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি

নিজস্ব প্রতিবেদক

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে আজ আলোচনা সভা করবে বিএনপি। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। দলীয় সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপির ফল বিপর্যয় হয়। এরপর নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে পরবর্তী নির্বাচনের দাবি তুলে দলটি। এত দিন বিভিন্ন সভা-সেমিনারে দাবির পক্ষে নেতারা সোচ্চার ছিলেন। তবে প্রথমবারের মতো এই দাবিতে কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। জানা গেছে, শুক্রবার এ আলোচনা সভা করার কথা ছিল। কিন্তু স্থান না পাওয়ায় আজ শনিবার এ কর্মসূচি পালন করবে। বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শুক্রবার কোথাও হল বুকিং দিতে পারিনি। এ জন্য শনিবার (আজ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সভা হবে।

২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। দলটির নেতারা মনে করেন, এরপর দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই ওই দিনকে উপলক্ষ হিসেবে ধরে নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা বোঝাতে আলোচনা সভা করতে যাচ্ছে দলটি। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এটিই হবে নির্বাচনকালীন সরকারের দাবিতে প্রথম কর্মসূচি; এরপর ধাপে ধাপে আরও কর্মসূচি আসবে।

একাধিক কেন্দ্রীয় নেতা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের দাবি কীভাবে আদায় করা যায় তা-ই তাদের একমাত্র ভাবনা। এ লক্ষ্যে কর্মপন্থা ঠিক করতে একের পর এক বৈঠক করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারকরা। কর্মপন্থা চূড়ান্ত করার পর পরিস্থিতি বুঝে রাজপথে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর