শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সোমবার থেকে ইলিশ ধরা ফের বন্ধ হচ্ছে

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

মাছের রাজা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী সোমবার। প্রজনন নিরাপদে রাখাতে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। পাশাপাশি এ সময় ইলিশ আহরণ, বিপণন, কেনাবেচা, পরিবহন, মজুদ, বিনিময় ও সব ধরনের তৎপরতা বন্ধ ঘোষণা করেছে সরকার। জানা গেছে, ইলিশের প্রজনন বাড়াতে প্রতি বছর আশ্বিনের পূর্ণিমার (অক্টোবর মাস) আগে ও পরে মোট ২২ দিন দেশের নদী ও সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এরপরও মার্চ-এপ্রিলে পাঁচটি, নভেম্বর-ডিসেম্বরে একটি অভয়াশ্রমে দুই মাস করে এবং গভীর সাগরে ৬৫টি দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়।  সামদ্রিক মৎস্য অধিদফতরের পরিদর্শক জাকির হোসেন বলেন, প্রজনন মৌসুমে নদীতে জাটকা নিধন বন্ধের কারণে মা ইলিশের উৎপাদন বেড়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশের আহরণ, বিপণন,  কেনাবেচা, পরিবহন, মজুদসহ সব ধরনের কর্মতৎপরতাও বন্ধ থাকবে। চট্টগ্রামের বৃহত্তম মাছের আড়ত ফিশারীঘাটের একাধিক ব্যবসায়ী জানান, কিছু ইলিশ মাছ বরফ দিয়ে সংরক্ষণের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। বর্তমানে খুচরা বাজারে বড় ইলিশের কেজি হাজারের ওপরে। পাইকারি বাজারে আকৃতি অনুযায়ী প্রতি মণ ইলিশ বিক্রি হয় ১৫-৩৫ হাজার টাকায়। ছোট আকারের ইলিশ কেজিপ্রতি ৫০০-৭০০ টাকা। তাছাড়া নগরীর হালিশহর রানী রাসমণি ঘাট, কাট্টলী আনন্দবাজার এলাকায়ও রুপালি ইলিশ আসছে। সঙ্গে সঙ্গেই কিনে নিচ্ছেন পাইকাররা।

মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, নদীর যে এলাকায় ১০০ মিটার জাল ফেললে ১০টির বেশি ইলিশ ধরা পড়ে এবং সেখানকার পানির গুণগত মান ও জীববৈচিত্র্য ইলিশ বসবাসের উপযোগী। সে এলাকাটি ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করা হয়। ৮০ ভাগ ইলিশ ডিম ছাড়ে আশ্বিনের পূর্ণিমায়। তখন ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তিনি বলেন, ডিম ছাড়ার ৭০-৭২ ঘণ্টার মধ্যে জন্ম নেওয়া ইলিশের আকৃতি হয় এক সেন্টিমিটার। মা ও বাচ্চা ইলিশ ৬-৭ মাস পর্যন্ত নদীতে থাকে। এর মধ্যে তিন মাস পর্যন্ত বাচ্চা সঙ্গে রাখে মা ইলিশ। মার্চ-এপ্রিলে প্রতিটি ইলিশের জাটকার আকার হয় ১২ থেকে ১৮ সেন্টিমিটার। তখন এসব জাটকা ইলিশ মাকে ছেড়ে অভ্যন্তরীণ নদ-নদীতে স্বাধীনভাবে ছোটাছুটি করে। বাচ্চাগুলো বেড়ে ওঠা নিরাপদ করতে অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ রাখা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর