শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ব্রির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গাজীপুর প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুরে ইনস্টিটিউটের সদর দফতরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর দিনের কর্মসূচি শুরু করেন। পরে ব্রির প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহাপরিচালক। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সাতটি হাইব্রিডসহ মোট ১০৬টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। যা দেশের ৮০ ভাগ জমিতে চাষাবাদ হয় এবং শতকরা ৯১ ভাগ ধান উৎপাদন হয় এসব জাত থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর