শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রামেকে করোনার তুলনায় সেপ্টেম্বরে উপসর্গে দ্বিগুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনা পজিটিভ হয়ে মৃত্যুর চেয়ে উপসর্গে মৃত্যু বেড়েছে। এই সংখ্যা পজিটিভের দ্বিগুণের বেশি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিশেষায়িত ওয়ার্ডে সেপ্টেম্বর মাসে করোনায় মারা গেছেন মাত্র ৪৩ জন। অন্যরা মারা গেছেন উপসর্গে। উপসর্গে মারা গেছেন ১১০ জন। করোনা থেকে সুস্থ হলেও পরবর্তী জটিলতায় মারা গেছেন আরও ১১ জন। দেখা গেছে, সেপ্টেম্বরে করোনার তুলনায় উপসর্গে দ্বিগুণের বেশি মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, মে মাসের পর গত বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১০০-এর নিচে নেমে গেছে। এ কারণে হাসপাতালের আরেকটি করোনা ওয়ার্ড আজ কমিয়ে দেওয়া হবে। তিনি বলেন, হাসপাতালে আগের চেয়ে করোনা রোগী কমাতে সাধারণ রোগীদের ভিড় বেড়ে গেছে।

তারা প্রত্যাশা করছেন, সামনের মাসে করোনা রোগী আরও কমবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর