রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মুহিবুল্লাহ হত্যায় জড়িত কাউকে ছাড় নয়

কূটনৈতিক প্রতিবেদক

মুহিবুল্লাহ হত্যায় জড়িত কাউকে ছাড় নয়

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকান্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ হত্যাকান্ডের পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের মধ্যে এই বিবৃতি দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে মুহিবুল্লাহ হত্যার তদন্ত ও বিচারের দাবিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের শরণার্থী সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর