রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মনোনীত প্রার্থী হওয়ার জন্য যুদ্ধাপরাধ মামলার আসামির দৌড়ঝাঁপ

হবিগঞ্জ প্রতিনিধি

১১ নভেম্বর অনুষ্ঠেয় আজমিরীগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের চলছে প্রচার-প্রচারণা। দলীয় মনোনয়ন পেতে অনেক প্রার্থী ইতিমধ্যে শুরু করেছেন দৌড়ঝাঁপ। এদিকে যুদ্ধাপরাধ মামলার আসামি হয়েও উপজেলার ৪ নম্বর কাকাইলছেও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দাবি করছেন মিসবাহ উদ্দিন ভূঁইয়া নামে এক ব্যক্তি। ইতিমধ্যে তিনি মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়াঝাঁপ। জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত চালাচ্ছেন লবিং। বিষয়টি নিয়ে স্থানীয় নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয়রা জানান, এর আগে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচবার অংশ নিয়েও জয়ী হতে পারেননি। অভিযোগ রয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করেন মিসবাহ উদ্দিন ও তার বড় ভাই নূরুল হক ভূঁইয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর