রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মোবাইল গেম আসক্তি ছাড়াতে ইউএনওর উপহার

শেরপুর প্রতিনিধি

মোবাইল গেম আসক্তি ছেড়ে দিয়ে খেলার মাঠে ফিরে আসায় শিশু-কিশোরদের জন্য ১০০টি ফুটবল উপহার দিয়েছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আল মামুন। শনিবার শেরপুর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি ফুটবলগুলো তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মানিক দত্তের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। মানিক দত্ত তাঁর ফেসবুক পেজে ২৭ আগস্ট লিখেছিলেন- ‘যারা মোবাইল গেম আসক্তি ছেড়ে দেবে এবং এখন থেকে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ইত্যাদি খেলবে ও সাঁতার শিখবে বলে অঙ্গীকার করবে তাদের প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী দেওয়া হবে। আর্থিকভাবে অসমর্থদের জন্য পোশাকেরও ব্যবস্থা করা হবে।’ তাঁর এই ঘোষণায় দারুণ সাড়া মিলেছে। ক্রীড়ামোদীরা বিভিন্ন স্থান থেকে তাঁর কাছে অনেক ফুটবল পাঠিয়েছেন।

মানিক দত্ত বলেন, অনেক বল পেয়েছি। ২/৪ দিনের মধ্যে ট্রাক ভর্তি করে এসব বল জেলার বিভিন্ন স্থানে বিলি করা হবে।

ইউএনও ফিরোজ আল মামুন বলেন, মোবাইল আসক্তি পরিত্যাগ করে দেশের ভবিষ্যৎ শিশু-কিশোররা খেলার মাঠে ফিরে এসেছে, এটা বিরাট আনন্দের ব্যাপার। তাদের জন্য কিছু করতে পারাটাও পরিতৃপ্তির বিষয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর