রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

খুলনায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর মুজগুন্নি মহাসড়কটি সংস্কারের অভাবে বড় খানাখন্দে পরিণত হয়েছে। একইভাবে সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খুলনার অধিকাংশ সড়ক এখন বেহাল। শিপইয়ার্ড সড়ক, মুজগুন্নি মহাসড়ক, আবু নাসের হাসপাতাল লিংক রোড, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড বাইপাসসহ নগরীর বিভিন্ন সড়কে পিচ, খোয়া উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বিধ্বস্ত এসব সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীর।

এদিকে ক্ষতিগ্রস্ত সড়কগুলোকে দ্রুত সংস্কারের দাবিতে গতকাল নগরীর মুজগুন্নি শিশু পার্কের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন নগর সভাপতি ইকবাল হোসেন বিপ্লব। বক্তৃতা করেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুন্না।

বক্তারা বলেন, নগরীর লবণচরা এলাকার শিপইয়ার্ড সড়ক সংস্কারের জন্য সরকার প্রায় ২৫৯ কোটি টাকা দিয়েছে। কিন্তু এক বছরের বেশি সময় ধরে রাস্তাটি বেহাল দশায় রয়েছে। পরিচ্ছন্ন নগরী হিসেবে একসময় খুলনা দেশবাসীর কাছে পরিচিত ছিল। কিন্তু সংস্কারের অভাবে অধিকাংশ সড়কে এখন চলাচলের উপযুক্ত পরিবেশ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর