রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নেশার টাকার জন্য বাবাকে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাফরুল আলম চৌধুরী। ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোররাতে মহানগরের কাপাসগোলা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, নেশার টাকার জন্য শুক্রবার রাতে জাফরুল আলমকে মারধর করেন ছেলে শাহরিয়ার। এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ শাহরিয়ারকে গ্রেফতার করে। মারধরের সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মাদক সেবনের টাকার জন্য বাবাকে মারধর করেছেন বলে ছেলে স্বীকার করেছেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নেশার টাকার জন্য শাহরিয়ার প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। শুক্রবার রাতে বাবা অজু করার সময় তিনি নেশার টাকা চান। দিতে অস্বীকৃতি জানালে বাবাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায় তার।

অন্য সন্তানরা রক্ষা করতে এলে তাদের প্রাণনাশের হুমকি দেন শাহরিয়ার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর