রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শিল্পকলায় নাট্যোৎসবে উপচে পড়া ভিড়

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমিতে চলছে ১২ দিনের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। একযোগে একাডেমির চারটি মিলনায়তন ও উন্মুক্ত মঞ্চে চলছে উৎসবের কার্যক্রম। এর মধ্যে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে নাটক, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নাচ, গান, আবৃত্তি, নৃত্যালেখ্য ও উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংস্কৃতিক সংগঠনগুলোর পথনাটক, দলীয়সংগীত, বাউলগানসহ নানা অনুষ্ঠানমালা। গতকাল উৎসবের দ্বিতীয় দিনে একাডেমির জাতীয় নাট্যশালার তিন মিলনায়তনে মঞ্চায়ন হয় তিনটি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’, পরীক্ষণ থিয়েটার হলে সময়ের ‘ভাগের মানুষ’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেলের নাটক ‘পঞ্চভূতের রংতামাশা’। এর আগে বিকালে উৎসবের দ্বিতীয় দিনে উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যজন কেরামত মাওলা। এতে অতিথি ছিলেন পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, নৃত্যশিল্পী শেখ মাহফুজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান। সভাপতিত্ব করেন সংস্কৃতজন মানজার চৌধুরী সুইট। উন্মুক্ত মঞ্চে পথনাটক পরিবেশন করে নাট্যযোদ্ধা, দলীয় আবৃত্তি পরিবেশন করে শিশু সংগঠন স্বরতরঙ্গ আবৃত্তি ভুবন ও স্বনন ঢাকা, দলীয়সংগীত পরিবেশন করেন স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র, দলীয়নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর