রবিবার, ৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টানা ১০ দিন বাড়িতে কারও মৃত্যু হয়নি

২৪ ঘণ্টায় শনাক্ত ৫৮৯, মৃত্যু ২৪

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের দাপট কমে আসায় ২৩ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত টানা ১০ দিন বাড়িতে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। এই সময়ে ২৪২ জনের সবাই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। অথচ এর আগের ২২ দিনে বাড়িতে ১৮ আর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আগস্টে বাড়িতে ১৯৩ আর হাসপাতালে নেওয়ার পথে নয়জন মারা যান। জুলাইয়ে বাড়িতে মারা যান ৩৬৩ আর হাসপাতালে নেওয়ার পথে ১৩ জন। সূত্রমতে, দুই মাস আগেও আইসিইউ না পাওয়ায় অনেক করোনা রোগীর মৃত্যু হয়েছে। কাছাকাছি হাসপাতালে জায়গা না হওয়ায় বাড়িতেই ধুঁকে ধুঁকে প্রাণ হারিয়েছেন। আবার কেউ কিছু বুঝে ওঠার আগেই শ্বাসকষ্টে পৃথিবী ছেড়েছেন। সংক্রমণ কমে আসায় এখন হাসপাতালে রোগীর চাপ কম। বর্তমানে দেশের কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোয় ৭২ শতাংশের ওপরে আইসিইউ শয্যা ফাঁকা রয়েছে। সাধারণ শয্যা ফাঁকা ৮২ শতাংশের বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর