সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শেষ মুহূর্তে ইলিশ কিনতে ভিড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেষ মুহূর্তে ইলিশ কিনতে ভিড়

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজনন নিরাপদ করতে গতকাল মধ্যরাত থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় সব নদ-নদী এবং সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দন্ডনীয়। আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না বলে গতকাল শেষ দিন ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়ে ক্রেতা। বরিশালের পোর্ট রোড ইলিশ আড়তে ভিড় করেন হাজারো মানুষ। কিন্তু বাজারে ইলিশ সরবরাহ কম থাকায় দাম ছিল আকাশচুম্বী। আড়তদাররা বলেছেন, বাছাই করা ইলিশ ভারতে রপ্তানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে। নদীতেও তেমন ইলিশ মিলছে না। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বাজার পোর্ট রোড ইলিশ মোকাম সাধারণত সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়। কিন্তু গতকালের চিত্র ছিল ভিন্ন। দুপুরেও বাজারে ছিল হাজারো মানুষের ভিড়। দিনভর ছিল একই চিত্র। ক্রেতারা বলছেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। অতিথি আপ্যায়নসহ নানা প্রয়োজনে ইলিশ প্রয়োজন তাদের। এ কারণে বাজারে এসেছেন। তবে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় নাখোশ তারা। মাছ বিক্রেতারা বলছেন, বাজারে ইলিশের তুলনায় ক্রেতার সমাগম বেশি।  ক্রেতারা শেষ দিনে কম দামে ইলিশ কেনার আশায় বাজারে এলেও চড়া দাম হওয়ায় ফিরে গেছেন অনেকে। কেউ আবার বেশি দাম দিয়েও কিনেছেন পছন্দের ইলিশ। পোর্ট রোডের মৎস্য আড়তদার মো. জহির সিকদার বলেন, বাছাই করা ইলিশ ভারতে রপ্তানি হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের সংকট দেখা দিয়েছে।

নিষেধাজ্ঞা শুরুর আগে বাজারে ক্রেতাদের এই ভিড় স্বাভাবিক বলে জানিয়েছেন বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। তিনি বলেন, আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। এ কারণে শেষ দিনে ক্রেতারা কম দামে ইলিশ কিনতে বাজারে ভিড় করেছেন। আগামী ২৫ অক্টোবর রাত ১২টায় শেষ হবে নিষেধাজ্ঞার মেয়াদ। এরপর থেকে ফের বাজারে ইলিশ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর