সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

৭ মাস পর ৩ শতাংশের নিচে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক

৭ মাস পর ৩ শতাংশের নিচে শনাক্তের হার

দেশে নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার গত ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো আবারও ৩ শতাংশের নিচে নেমেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬১৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২.৯০ শতাংশ। সর্বশেষ ৩ শতাংশের নিচে (২.৮৭ শতাংশ) শনাক্ত হারের তথ্য জানানো হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৭৩ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯ জন ছিলেন পুরুষ ও ৯ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে ৭ জন ঢাকা বিভাগে, ৭ জন চট্টগ্রাম বিভাগে, ২ জন রাজশাহী বিভাগে ও ২ জন খুলনা বিভাগে মারা গেছেন। বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, ৫ জন চল্লিশোর্ধ্ব, ২ জন ত্রিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ১১ বছরের কম।

সর্বশেষ খবর