মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
১৮ বছরে বসুন্ধরা সিটি

কেক কেটে উদযাপন ব্যবসায়ী দোকান মালিকদের

নিজস্ব প্রতিবেদক

কেক কেটে উদযাপন ব্যবসায়ী দোকান মালিকদের

দেশের শীর্ষস্থানীয় শপিং মল বসুন্ধরা সিটি প্রতিষ্ঠার ১৮ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন বসুন্ধরা সিটি শপিং মলের কর্মকর্তা, কর্মচারী ও দোকান মালিকরা। গতকাল রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে বসুন্ধরা সিটি কেবল আরামদায়ক কেনাকাটার জন্যই নয়, বরং এ যেন আমাদের রাজধানীর একটি দর্শনীয় স্থান হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দৃষ্টিনন্দন এই শপিং মলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন শুভানুধ্যায়ী, ক্রেতারাও। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা সিটি ডিপার্টমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ইনচার্জ মেজর মো. মহসীনুল করিম (অব.) ও বসুন্ধরা সিটি শপিং মলের সভাপতি এম এ হান্নান আজাদ। অনুষ্ঠানে বসুন্ধরা সিটি ডিপার্টমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর মো. মহসীনুল করিম (অব.) বলেন, আমরা ১৮ বছরে পা দিতে যাচ্ছি। স্বপ্ন আমরা সবাই দেখি সেটি বাস্তবায়নেরও যোগ্যতা দরকার। স্বপ্ন দেখেছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আজ থেকে প্রায় ৩০ বছর আগে। সেই স্বপ্ন ছিল- বাংলাদেশে একটি বিশ্বমানের বাণিজ্যিক ভবন নির্মাণের। শুরু হয়েছিল জায়গা নির্ধারণ, জমি কেনা অনেক প্রক্রিয়া। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় এই শপিং মলের নির্মাণ। ২০০৪ সালের মে মাসে নির্মাণকাজ শেষ হওয়ার পর ৫ অক্টোবর বসুন্ধরা সিটি বাণিজ্যিকভাবে উদ্বোধন হয়। নবীন কয়েকজন আর্কিটেকচার এই ভবন নির্মাণ করেছেন। দেশি-বিদেশি প্রকৌশলীরা অংশ নিয়েছেন নির্মাণে। আমাদের চেয়ারম্যান দক্ষ এবং চিন্তাশীল একজন মানুষ। তাঁর সুদক্ষ পরিকল্পনায় বসুন্ধরা সিটি নির্মিত হয়েছে। বসুন্ধরা সিটির দোকান মালিক সমিতির সভাপতি হান্নান আজাদ বলেন, এই মার্কেট সারা বিশ্বের একটি বিস্ময়। এমন কোনো পরিবার নেই যে বসুন্ধরা মার্কেট চেনে না। এই জন্য চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি চিন্তা করেছিলেন এমন একটি মার্কেট হবে, যেখান থেকে দৈনন্দিন জীবনের সব চাহিদা পূরণ করা সম্ভব। এ জন্য তিনি এটি নির্মাণ করেন। এই মার্কেট দিয়ে কয়েক লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী প্রদান করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠার ১৭তম পূর্তি উপলক্ষে দেওয়া লিখিত বাণী পড়ে শোনান বিসিডিএলের হেড অব ডিভিশন সাদ তানভীর। চেয়ারম্যান তাঁর শুভেচ্ছা বাণীতে বলেন, কালের পরিক্রমায় বসুন্ধরা সিটি শপিং মল দীর্ঘ ১৭টি বছর অতিক্রম করে আজকে ১৮ তে পদার্পণ করেছে। আজকের এই দিনে আমি মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই চলমান অগ্রযাত্রার অংশীদার হিসেবে আমি বসুন্ধরা সিটি শপিং মলের সব দোকান মালিক/প্রতিনিধি, কর্মচারী/ কর্মকর্তাবৃন্দ, বসুন্ধরা সিটিতে কর্মরত ও প্রাক্তন সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বসুন্ধরা পরিবারের সব কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সব শুভানুধ্যায়ীর প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনেও দেশ ও জাতির সমৃদ্ধির পথে আমরা কার্যকর ভূমিকা রাখব। পরিশেষে, আমি বসুন্ধরা সিটি শপিং মলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। সেই সঙ্গে কামনা করি আপনাদের সবার সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ জীবন।

সর্বশেষ খবর