মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
খুলনায় টিসিবির প্যাকেজে বিপাকে গ্রাহক

৬ কেজি পিঁয়াজ না কিনলে মিলছে না তেল চিনি ডাল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

শর্তের বেড়াজালে খুলনায় সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। টিসিবির চিনি, ডাল, তেল কিনতে আমদানিকৃত বড় সাইজের ৬ কেজি পিঁয়াজ কিনতে বাধ্য করা হচ্ছে। ক্রেতারা বলছেন, প্যাকেজ হিসেবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ৬ কেজি পিঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ৬০০ টাকা। যা স্বল্প আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। মহানগরীর পশ্চিম বানিয়াখামারের বাসিন্দা রওশন আরা বলেন, ‘আমার স্বামী রিকশাচালক। একসঙ্গে ৬০০ টাকা কোথায় পাব? যদি দরকারমতো অল্প চিনি, ডাল, তেল কিনতে পারতাম তাহলে উপকার হতো।’ জানা যায়, প্রথম পর্যায়ে টিসিবির চারটি পণ্য বিক্রি শেষ হওয়ায় আগামীকাল দ্বিতীয় পর্যায়ে আবারও বিক্রি শুরু হচ্ছে। এবারও একজন ক্রেতাকে চিনি, ডাল, তেলের সঙ্গে পিঁয়াজ নিতে হবে। এদিকে ডিলাররা বলছেন, তাদেরও পিঁয়াজ নিতে বাধ্য করা হচ্ছে। টিসিবি থেকে একজন ডিলারকে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি ডালের সঙ্গে ১ টন পিঁয়াজ দেওয়া হচ্ছে। এ পিঁয়াজ বিক্রি করতে না পারলে ডিলারকে ক্ষতির মুখে পড়তে হবে। টিসিবির ডিলার আর আর এন্টাইপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল আলম বলেন, তেল, চিনি, ডাল নিলেও পিঁয়াজে ক্রেতা আপত্তি জানাচ্ছেন।

ফলে প্যাকেজের বাইরে পণ্য বিক্রি করলে পিঁয়াজ নিয়ে ডিলারকে বিপাকে পড়তে হবে। তবে টিসিবি খুলনার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, ক্রেতাকে পিঁয়াজ কিনতে বাধ্য করা যাবে না। ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী ন্যায্যমূল্যে পণ্য কিনবেন। তবে পিঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।

সর্বশেষ খবর