মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নাচ গান আবৃত্তিতে মুখরিত শিল্পকলা একাডেমি

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচের ঝংকার, গানের সুর, আবৃত্তির দৃপ্ত উচ্চারণে বিকাল থেকেই মুখরিত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চ। গানে ও কবিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূর্ত করে তুলছিলেন শিল্পীরা। দর্শকের উপচে পড়া ভিড়ের মধ্য থেকে মুহুর্মুহু করতালিতে শিল্পীদের প্রতি অভিনন্দন ছুড়ে দেওয়া হচ্ছিল। আর প্রতিটি পরিবেশনা শেষে শিল্পীদের হাতে উৎসব স্মারক তুলে দিয়ে তাদের সম্মানিত করেছেন আয়োজকরা। ১২ দিনের গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিন গতকাল চিত্র এমনই ছিল। বিকালে উন্মুক্ত মঞ্চের আয়োজনে পথনাটক পরিবেশন করে থিয়েটার ’৫২, দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরবৃত্ত। দলীয় সংগীত পরিবেশন করে সমস্বর, দলীয় নৃত্য পরিবেশন করে জিনিয়া নৃত্যকলা একাডেমি, একক সংগীত পরিবেশন করেন ডা. মাহজাবীন শাওলী ও অলোক দাশগুপ্ত। সন্ধ্যা ৭টায় নাট্যশালার মূল মিলনায়তনে হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদল মঞ্চায়ন করে নাটক ‘জ্যোতিসংহিতা’, পরীক্ষণ থিয়েটার হলে মৈত্রী থিয়েটার মঞ্চায়ন করে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘বর্ণচোরা’ ও স্টুডিও থিয়েটার হলে উৎস নাট্যদল পরিবেশন করে ‘স্বর্ণজননী’। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন আসরে নৃত্যনাট্য প্রসঙ্গ ’৪৭ পরিবেশন করে কত্থক নৃত্য সম্প্রদায় ও ‘বঙ্গবন্ধু আমার প্রেরণা, মুক্তিযুদ্ধ আমার অহংকার’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা পরিবেশন করে কণ্ঠশীলন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে। ১২ অক্টোবর শেষ হবে এ উৎসব।

সর্বশেষ খবর