মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

৮ ও ৯ অক্টোবর পেশাজীবীদের সঙ্গে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কর্মপন্থা ঠিক করতে শ্রেণি-পেশার মানুষের মতামত নিচ্ছে বিএনপি। এ জন্য তাদের সঙ্গে বৈঠকে বসবে দলটির নেতারা। এ মতবিনিময় সভা ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধির সঙ্গে বসবেন নেতারা। গতকাল বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির সংখ্যা বেশি হওয়ায় দুই দিনব্যাপী হবে এই মতবিনিময় সভা। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালে বৈঠকে যোগ দেবেন তারেক রহমান। এ ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন।

সর্বশেষ খবর