বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আজ শুভ মহালয়া

নিজস্ব প্রতিবেদক

আজ শুভ মহালয়া। সূর্যের প্রথম আলোকরশ্মি শিশির বিন্দু স্পর্শ করার আগেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চ-ীপাঠে হবে দেবির আবাহন। দরাজ গলায় ভেসে আসবে ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা...’। মহালয়ার মধ্যদিয়ে হয় দেবীপক্ষের সূচনা। পঞ্জিকা মতে, মহালয়ার ছয়দিন পরে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ‘ঘোটকে’। এর অর্থ বিশৃঙ্খলা এবং ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে পৃথিবীতে। দেবী ফিরে যাবেন ‘দোলায়’। রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টপাধ্যায় বলেন, ‘রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৬টায় মহালয়ার অনুষ্ঠান শুরু হবে। 

চন্ডীপাঠ দিয়ে শুরু হবে দেবীর আবাহন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি সমীর চন্দ্র বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণের পূজাম পে মহালয়া উদযাপনের আয়োজন করা হয়েছে। ভোর ৫টায় ‘তিল তর্পণ’ অনুষ্ঠানের মধ্যদিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর সকাল ৭টা থেকে চন্ডীপাঠ শুরু হয়ে সকাল ৯টা পর্যন্ত চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর