বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এ ক ন জ রে

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

নিজস্ব প্রতিবেদক

আজ হিজরি সফর মাসের শেষ বুধবার। মুসলিম বিশ্ব দিনটি পবিত্র আখেরি চাহার শোম্বা হিসেবে পালন করে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আজকের দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। তারা দান-খয়রাত ও নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি পালন করে। আল্লাহর প্রিয় নবী ও রসুল মুহাম্মদ (সা.) ১১ হিজরির শুরুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। অবশেষে সফর মাসের শেষ বুধবার সুস্থ হয়ে ওঠেন। সুস্থবোধ করায় রসুলুল্লাহ (সা.) গোসল করেন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন। এ খবরে খুশিতে আত্মহারা মদিনাবাসী নবী  (সা.)-কে একনজর দেখতে দলে দলে মসজিদে নববিতে জড়ো হন। এ সময় তারা সাধ্যমতো দান-সদকা, শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করেন। আখেরি চাহার শোম্বা উপলক্ষে আজ বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ উপলক্ষে বিভিন্ন খানকা ও দরবারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর