বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

২৮ স্থানীয় সরকারে উপনির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক

দেশের ১২ উপজেলা পরিষদ, ৪ সিটি করপোরেশনের ৫ কাউন্সিলর ও ৫ পৌরসভার ১ মেয়র ও ৪ কাউন্সিলর এবং ৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আজ। গত ২ সেপ্টেম্বর এ সব নির্বাচনের আলাদা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সুষ্ঠু-শান্তিপূর্ণ ভোটগ্রহণে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী মাঠে রয়েছেন। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজ সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা  ভোটগ্রহণ চলবে।

এদিকে ৫ পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি ৪ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করবে ইসি। ইতিমধ্যে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছে ইসি। ৪ সিটির ৫ সাধারণ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হবে। এ ছাড়া ৬ ইউপির বিভিন্ন ওয়ার্ডে সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও আজ ভোট হবে। তবে এই ভোট অনুষ্ঠিত হবে ইভিএমে।

সর্বশেষ খবর