বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কর আদায়ের পরিবেশ উন্নত করতে হবে

-এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর বিভাগে রিফান্ডের (কর ফেরত) অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এখানে পরিবেশের উন্নতি করতে হবে। অটোমেশন সিস্টেম চালু হওয়ার ফলে কর আদায়ে গতি বাড়বে। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটা হবে উৎসে কর। ফলে আয়কর খাতে উৎসে কর ব্যবস্থায় বড় ধরনের সংস্কার হলো। গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে আয়োজিত ‘স্বয়ংক্রিয় পদ্ধতি ইটিডিএসে’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুর রউফ তালুকদার।

সিএজি মুসলিম চৌধুরী এনবিআরের এই সংস্কারকে ‘যুগান্তকারী’ উল্লেখ করে বলেন, বর্তমানে উৎসে কর মোট আয়করের ৬০ ভাগ। অটোমেশন কার্যকর হওয়ায় উৎসে কর আদায় বেড়ে ৮৫ ভাগ হবে বলে আশা করা হচ্ছে। আমাদের রিফান্ড ব্যবস্থায় (ট্যাক্স ফেরত) বড় ধরনের জটিলতা আছে। এ কাজে অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’ অর্থ সচিব আবদুর রউফ তালুকদার বলেন, আমাদের কর সংস্কৃতি খুবই দুর্বল। মাত্র ১০ শতাংশ লোক কর দেয়। অথচ ২ কোটি লোক ট্যাক্স দেওয়ার সামর্থ্য রাখে। আমি সবসময় বলি ট্যাক্স রেট কমাতে। কারণ ট্যাক্স রেট কমালে আওতা বাড়বে। তিনি আরও বলেন, আমরা এখন উৎসে কর কর্তনের ফাইলিং সিস্টেম চালু করেছি। আমাদের পেমেন্টের দিকে যেতে হবে। এনবিআর সূত্র জানিয়েছে, বর্তমানে ৫৩টি খাত থেকে প্রযোজ্য হারে উৎসে কর কাটা হয়। এ ব্যবস্থায় বিশাল খাতটি তদারকি সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। বর্তমানে উৎসে কর কর্তন করে প্রত্যেকটি উৎসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুটি অর্ধবার্ষিক রিটার্ন এবং ২৪টি মাসিক বিবরণীসহ ২৬টি রিটার্ন জমা দিতে হয়। এ ছাড়া নির্ধারিত হারে কর কর্তন, সঠিক কোডে যথাসময়ে উৎসে কর জমাদান কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। স্বয়ংক্রিয়ভাবে উৎসে কর কর্তন চালু হওয়ায় এ চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে বলে মনে করছেন এনবিআর সংশ্লিষ্টরা। এ ছাড়া অটোমেশন ব্যবস্থা কার্যকর হওয়ায় রাজস্বের প্রধান খাত উৎসে কর ব্যবস্থাপনায় শৃঙ্খলা জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর