বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাত মাস পর অফিস করলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

সাত মাস পর অফিস করলেন রিজভী

করোনার জটিলতা কাটিয়ে প্রায় সাত মাস পর আবার কেন্দ্রীয় কার্যালয়ে কাজ শুরু করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি গতকাল সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। তার অনুপস্থিতিতে এতদিন দফতরের দায়িত্বে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। রিজভী আহমেদ কার্যালয়ে  এলে অফিস কর্মীরা তাকে স্বাগত জানান। পরে তার আগমনের খবর ছড়িয়ে পড়লে দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মীরা দফতরে এসে নেতাকে শুভেচ্ছা জানান। সর্বশেষ ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন তিনি।  রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, আমি আবার অফিস শুরু করেছি।

সর্বশেষ খবর