বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
এক নজরে

পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত

নিজস্ব প্রতিবেদক

হিজরি সফর মাসের শেষ বুধবার গতকাল দেশব্যাপী পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়েছে। ওফাতের আগে এ দিনেই রোগমুক্ত হয়ে জীবনে শেষবার গোসল ও নামাজের ইমামতি করেছিলেন আল্লাহর প্রিয় হাবিব, নবী ও রসুল মুহাম্মদ (সা.)। সে উপলক্ষে উম্মতে মোহম্মদীরা আল্লাহর রসুলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করেছেন। নিজেদের রোগমুক্তি ও গুনাহ মাফের জন্য এদিন অনেকে নিজ সাধ্যমতো দান-সদকা করেন এবং শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করেন। এ উপলক্ষে বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাতে নবী (সা.)-এর সুন্নাত অনুসারে জীবন পরিচালনার জন্য আল্লাহর সাহায্য এবং বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি প্রার্থনা করা হয়। একইভাবে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও দরবার শরিফে দোয়া করা হয়।

 

সর্বশেষ খবর