শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

উন্নয়ন হলে ২ কোটি লোক দরিদ্র কেন : মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অনেকে বলেন দেশে গণতন্ত্র নেই কিন্তু উন্নয়ন তো হচ্ছে। আমি বলি গণতন্ত্র তো নেই-ই, উন্নয়নও হচ্ছে না। যদি কোনো উন্নয়ন হয়ে থাকে তাহলে গত দেড় বছরে কেন ২ কোটি মানুষ দরিদ্র হয়েছে? কয়টা লোকের চাকরি হয়েছে? কয়টা কারখানা হয়েছে? কেবল মেগা প্রজেক্ট হচ্ছে, যেখান থেকে তারা লুটপাট করতে পারে।’ গতকাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহার দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এতে নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজে একাংশের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানিয়ে মান্না বলেন, ‘এ মামলার ভিত্তি নেই। তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন। তার মুক্তির দাবি জানাই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর