শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা রাসিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন। দেশসেরা হওয়ার স্বীকৃতিস্বরূপ পাওয়া সম্মাননা স্মারক ও সনদপত্র গতকাল দুপুরে নগর ভবনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশন স্বাস্থ্য বিভাগ ইপিআই কার্যক্রমে পর পর ১০ বার প্রথম হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। তেমনি জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ বছর রাজশাহী সিটি করপোরেশন দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ কার্যক্রমে সম্পৃক্ত প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সচিব, ডাটা এন্ট্রি অপারেটর, স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য বিভাগকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে ঢাকায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের কাছ থেকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন রাসিকের সচিব মশিউর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর