শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শহরাঞ্চলেও বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার গ্রামাঞ্চলে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা চালু থাকলেও শহরাঞ্চলে সে সুবিধা নেই। এতে নগরীর বস্তি এলাকায় বসবাসরত অসংখ্য নারী সরকারিভাবে সুবিধা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। ফলে শহরাঞ্চলেও বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা চালুর দাবি জানানো হয়েছে। গতকাল খুলনা সিটি করপোরেশন এলাকায় কর্মরত যুব ফোরামের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে আফিয়া সুলতানা বলেন, সরকারিভাবে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নানা সহায়তায় প্রান্তিক নারীরা নিজেদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। কিন্তু নগরীতে বসবাসরত অসহায় নারীরা বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। সংগঠনের সদস্য মার্সিলিন সাধিনা বলেন, নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের যোসেফ পাড়ায় কম বয়সে অনেকে বিধবা বা স্বামী পরিত্যক্তা হয়েছেন। গ্রামের মতো শহরাঞ্চলেও বিধবা ভাতা ও স্বামী পরিত্যক্তা ভাতা চালু করা হলে তারা ঘুরে দাঁড়াতে পারবে। এদিকে সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, শহরের অধিকাংশ মানুষ অস্থায়ী ঠিকানায় থাকায় বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা চালু হয়নি। গ্রামের স্থায়ী ঠিকানায় এই ভাতা চালু রয়েছে। সরকারিভাবে সিদ্ধান্ত হলে শহরাঞ্চলেও বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা চালু করা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর