শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শিল্পকলায় কঞ্জুস কোর্ট মার্শাল ও পাখি মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় কঞ্জুস কোর্ট মার্শাল ও পাখি মঞ্চস্থ

১২ দিনের গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সপ্তম দিন গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হয়েছে তিনটি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় লোক নাট্যদলের (বনানী) হাসির নাটক ‘কঞ্জুস’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর নাটক ‘পাখি’। ফরাসি নাট্যকার মলিয়রের ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ এর রূপান্তর করেছেন তারিক আনাম খান ও নির্দেশনায় ছিলেন কামরুন নূর চৌধুরী। স্বদেশ দীপক রচিত সলিল সরকার অনূদিত ‘কোর্ট মার্শাল’ নাটকের রূপান্তর ও নির্দেশনায় ছিলেন এস এম সোলায়মান। মনোজমিত্র রচিত ‘পাখি’ নাটকটির নির্দেশনায় ছিলেন সাইফুল ইসলাম সোহাগ।

এ ছাড়া একই সময়ে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের অনুষ্ঠানমালায় স্বদেশি গান পরিবেশন করে ঋষিজ শিল্পী গোষ্ঠী ও কাব্যনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ পরিবেশন করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। বিকালের সাংস্কৃতিক পর্বে জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চে পথনাটক পরিবেশন করে বৃত্ত নাট্যদল ও মেঘদূত নাট্যসম্প্রদায়, আবৃত্তি পরিবেশন করে আবৃত্তির দল মুক্তবাক, দলীয় সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ভিন্নধারা, দলীয় নৃত্য পরিবেশন করে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস ও শিশুদের পর্বে অংশ নেয় শিশু সংগঠন ‘আমরা কুঁড়ি’। ১২ অক্টোবর শেষ হবে এ নাট্য ও সাংস্কৃতিক উৎসব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর