শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভারতের ভিসা আবেদন চালু ১৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

কারোনাকালে বন্ধ থাকা বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম ১৫ অক্টোবর থেকে চালু করতে যাচ্ছে ভারত। এ সময় শুধু চার্টার্ড ফ্লাইটে এক মাসের জন্য আসা পর্যটকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে গতকাল এ তথ্য জানানো হয়। করোনার সংক্রমণ হ্রাস পাওয়ায় পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে দেশটির সরকার বিদেশি পর্যটকদের ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ২০২০ সালের মার্চ থেকে ভিসা ও আন্তর্জাতিক ভ্রমণের ওপর বিধিনিষেধ দেয়। নতুন সিদ্ধান্তে সেসব বিধিনিষেধও শিথিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে- ১৫ অক্টোবর চার্টার্ড ফ্লাইটে আসা বিদেশি ট্যুরিস্টদের ভিসা দেওয়া শুরু হবে। সাধারণ পর্যটকরা এখনই এ ভিসা পাবেন না। সাধারণ ফ্লাইটে ভারতে যাওয়া পর্যটকদের ভিসার অপেক্ষা ফুরোবে ১৫ নভেম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর