শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ক্যাডার হলেন ২৩ বিসিএসের সেই সুমনা

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে ২৩তম বিসিএসে ক্যাডারভুক্ত হলেন চিকিৎসক সুমনা সরকার। গতকাল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে তাকে সহকারী সার্জন হিসেবে (স্বাস্থ্য) নিয়োগের জন্য সাময়িক সুপারিশ করেছে।

জানা গেছে, সুমনা সরকারের বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমল কৃষ্ণ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে জটিলতার অভিযোগে পিএসসি সুমনার মৌখিক পরীক্ষা নেয়নি। তবে সুমনা সরকার হাল ছাড়েননি। আইনি লড়াইয়ে জিতেছেন তিনি। সুমনা বর্তমানে চট্টগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। ২০০০ সালে পিএসসির নেওয়া ২৩তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারের প্রার্থী ছিলেন সুমনা। ওই বছরের মার্চে প্রিলিমিনারি এবং এপ্রিলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।  পিএসসির গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রয়োগ করবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর