শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

এক বছরে ১৩২১ অভিযোগের ১২৩০টি নিষ্পত্তি

আরএমপির সাইবার ক্রাইম ইউনিট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া আইডি থেকে রাজশাহীর এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ে। উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট খুঁজে বের করে নওগাঁর মহাদেবপুরের বাসিন্দা শাফিউল ইসলামকে। ভুয়া আইডি থেকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়। প্রতিকার পান ওই তরুণী। এ বছরের মে মাসের ঘটনা। তবে এক বছরে এমন ব্ল্যাকমেলসহ ১ হাজার ৩২১টি অভিযোগ পেয়েছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট। এর মধ্যে ১ হাজার ২৩০টি অভিযোগেরই নিষ্পত্তি হয়েছে। ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করেছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট। আরএমপি জানিয়েছে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়। বর্তমানে একজন সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ১৩ জন সদস্য সাইবার ক্রাইম ইউনিটে কাজ করছেন। এক বছরে রাজশাহী নগরী ও আশপাশের এলাকার ৩৬০টি ফেসবুক সংক্রান্ত অপরাধের অভিযোগ এসেছে সাইবার ক্রাইম ইউনিটে। নারীদের বিভিন্ন স্পর্শকাতর ছবি/ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা, ফেসবুকে কারও ছবি দিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, বিভিন্ন ভুয়া মেসেঞ্জারের মাধ্যমে পর্নো ছবি ও ভিডিও পাঠানোর মতো অভিযোগের ৩৪০টি নিষ্পত্তি হয়েছে। বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ইলেকট্র্রনিক্স মানি ট্রান্সফার সিস্টেমের অপরাধেরও অভিযোগ এসেছে ৫০টি। ভুয়া অফারের মাধ্যমে পিনকোড হাতিয়ে নিয়ে টাকা সরিয়ে নেওয়ার মতো অভিযোগের সবকটিই নিষ্পত্তি হয়েছে। ইমোর মাধ্যমে সম্পর্ক স্থাপন ও আর্থিক প্রতারণার মতো ঘটনারই নিষ্পত্তি হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটে পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করেছে সাইবার ক্রাইম ইউনিট। আরএমপি জানায়, সাইবার ক্রাইম ইউনিট ই-মেইল সংক্রান্ত তিনটি অভিযোগর দুটিরই নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। টিকটক বা লাইকি সংক্রান্ত অভিযোগের সব সমাধান করতে পেরেছে এ ইউনিট। উঠতি বয়সের ছেলে-মেয়েদের বিভিন্ন প্রলোভন দিয়ে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত করা হচ্ছিল অ্যাপসের অপব্যবহারের মাধ্যমে। নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘প্রযুক্তিনির্ভর অপরাধ কমাতে, আবার প্রযুক্তি ব্যবহার করে অপরাধী ধরতে এ ইউনিটটি চালু করা হয়েছে।’

সর্বশেষ খবর